Address
সভাপতি, অত্র মসজিদ কমিটি, মহেশপুর, ঝিনাইদহ।
History
<p>বামনগছি ( বেলেমাঠ বাজার) বাজারের এক মাত্র মসজিদ এটা। এখানে বাজার আসা মুসলিমরা সহ স্থানীয় বামনগাছি দালিখ মাদ্রাসর ছাত্র শিক্ষক সহ অনেকে নামাজ আদায় করে। স্থানীয় লোকজনের সহায়ত মসজিদের ব্যাপক উন্নয় হয়েছে। এখানে একটি ইমাম ও একটি মোয়াজ্জেম রয়েছে। তাদের বেতন প্রদান করেন স্থানীয় বাজারের ব্যাবসায়ী বসত আড়ির লোকজন।</p>