Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদ

ঝিনাইদহ জেলার অন্যতম ঐতিহ্যবাহী মহেশপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো মান্দারবাড়ীয়া ইউনিয়ন। পর্যায়ক্রমে আজ মান্দারবাড়ীয়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব ঐতিহ্য আজও রজায় রেখেছে।

* আয়তন – ১৯.৭০ (বর্গ কিঃ মিঃ)
* লোকসংখ্যা – ২৮,১৫০ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
* গ্রামের সংখ্যা – ২২ টি।
* মৌজার সংখ্যা – ২১ টি।
* হাট/বাজার সংখ্যা -৬ টি।
* উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ইঞ্জিন চালিত ভ্যান/ভ্যান/মটরসাইকেল।
* শিক্ষার হার – ৬১%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
* সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৭টি,  মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৩টি,    মাদ্রাসা- ২টি ও কলেজ ১টি
* ঐতিহাসিক/পর্যটন স্থান – কাঠগড়া বাওড়, কমলাপুর জিলানী বাড়ি, কালিতলা।
* ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/১৯৮২ইং।
* গ্রাম সমূহের নাম –
             ওয়ার্ড নং        গ্রাম
             ১নং             বামনগাছি,  শংকরহুদা   
            ২নং             বাথানগাছী
             ৩নং            মির্জাপুর
             ৪নং            হুদাশ্রীরামপুর, বাবলামাথাভাঙ্গা
             ৫নং           হাবাশপুর, কালুহুদা
             ৬নং           শাহাপুর, জোকা, কাশিপুর
             ৭নং            মান্দারবাড়ীয়া, ভাটপাড়া
             ৮নং            শ্যামমনগর, বিশ্বনাথপুর
            ৯নং             কমলাপুর,  আলিশা,  যদুনাথপুর, পাঁচবাড়ীয়া, রাঢ়ীপাড়া       
* ইউনিয়ন পরিষদ জনবল –
               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
             ৩) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর- ১জন
              ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।